ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্বপ্ন আদেশ পেয়ে কবর থেকে পিতার লাশ উত্তোলন, চাঞ্চল্যের সৃষ্টি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের মহুরুদ্দিরচর গ্রামের রুবেল শেখ স্বপ্ন দেখেন তার পিতা মৃত সোহরাব শেখ কবরে জীবিত আছেন, তিনি মারা যাননি। 

এ পরিপেক্ষিতে বৃহস্পতিবার গভীর রাতে রুবেল একা পারিবারিক কবরস্থান থেকে পিতার লাশ উত্তোলন করেন। পরে নিজ ঘরের বারান্দায় দাফন করেন। এমন ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়িতে আসতে শুরু করেন এলাকার লোকজন।

এলাকাবাসীরা জানান, সোহরাব শেখ ৮-৯ মাস আগে মারা যান। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার লাশ তোলার খবর পেয়ে আমরা স্বচক্ষে দেখতে আসলাম। প্রকৃতপক্ষে সোরাফ শেখের ছেলে রুবেল শেখ একজন নেশাগ্রস্ত ব্যক্তি। এলাকায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং অনেকগুলো মামলার আসামি এই রুবেল।

তবে কি কারণে তার বাবার লাশ কবর থেকে উত্তোলন করে নিজ ঘরে দাফন করেছেন এ ব্যপারে কিছু বলতে পারছে না কেউ।

তবে অভিযুক্ত রুবেল জানান, “আমি স্বপ্ন দেখছি আমার বাবা কবরস্থানে জীবিত আছেন। তাই আমি বাবার লাশ কবর থেকে উত্তোলন করি। পরে মৃত দেখে বাবার লাশ নিজ ঘরে দাফন করি। কারণ আমার বাবার ইচ্ছে ছিল নিজের জায়গায় তাকে কবর দেয়া হোক।”

এমন ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী বলছে রুবেল শেখ পাগল হয়ে গেছে, তার চিকিৎসা করানো উচিৎ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি